রাজধানীতে গণধর্ষণের শিকার গৃহবধূ!

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৭, ২০১৮, ০৭:৩৫ পিএম
প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গুলিস্তানে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৫)।

সোমবার (২৭ আগস্ট) সকাল ৯টায় ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় কে বা কারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে রেখে যায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে হাসপাতালে ভর্তির রেকর্ড রয়েছে। নির্যাতিতা নারী গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে রয়েছেন। তিনি এখন কিছুটা সুস্থ আছেন। হাসপাতালে শাহবাগ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ভিকটিমের সঙ্গে কথা বলেছেন। তারা বেশ কিছু রিপোর্ট নিয়েছেন।

ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) চিকিৎসক বিলকিস বেগম জানান, ওই নারী গণধর্ষণের শিকার হয়েছেন। পরীক্ষা করে গণধর্ষণের আলামত পাওয়া গেছে। এছাড়া তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তাকে বিশ্রামের জন্য বেডে রাখা হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা এসআই আফতাব হোসেন বলেন, ধর্ষিতা অনেকটা সুস্থ রয়েছেন। ওটি থেকে নিয়ে তাকে ঘুমের ওষুধ দিয়ে বিশ্রামে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হলে আমরা বিস্তারিত তথ্য-উপাত্ত নিয়ে তদন্তে নামবো, কারা এ ঘটনার সঙ্গে জড়িত।

ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে কেউ হাসপাতালে খোঁজ খবর নিতে আসেননি বলে জানান এসআই আফতাব।

সোনালীনিউজ/এমএইচএম