বুধবার সকাল থেকে ফের আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৯, ২০১৯, ০৬:৩১ পিএম

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সু-প্রভাত বাসের চাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদের নিহতের ঘটনায় আজকের (মঙ্গলবার) মতো সড়ক থেকে উঠে যাচ্ছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীরা। বুধবার (২০ মার্চ) সকাল থেকে আবারো তারা রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে পুলিশ, ওই এলাকার কাউন্সিলর ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়ার আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিইউপি শিক্ষার্থী মাঈশানুর।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের চাপায় প্রাণ হারান বিইউপির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আবরার। বিকেল ৪টার দিকে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে দুপুর দেড়টার দিকে মিরপুর সেনানিবাসে বিইউপি এডিবি গ্রেড গ্রাউন্ড মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার ছিলেন আবরার আহমেদ। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস সেই সড়কেই প্রাণ গেল তার।

সোনালীনিউজ/এমএইচএম