ফরজ গোসল না করে শুধু অজু করলে নামাজ হবে কি

  • সোনালীনিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ০১:৩৩ পিএম
সংগৃহীত

ঢাকা : বিবাহ স্বামী-স্ত্রীর মধ্যে একটি সুদৃঢ় বন্ধন। স্বামী-স্ত্রীর সহবাসের পর কোনো কারণে ফরজ গোসল না করে শুধু অজু বা তায়াম্মম করে ওয়াক্তের নামাজ পড়া যাবে কি না এমন প্রশ্ন অনেকের মনে মধ্যে রয়েছে। লজ্জায় হয়তো কেউ অন্যের সঙ্গে শেয়ার করতে পারছেন না।

তাদের এমন প্রশ্নের উত্তরে আলেম-ওলামারা বলেছেন, সালাত এমন এক এবাদত যা সারা বছর দৈনিক পাঁচ বার আদায় করতে হয়। মৃত্যু ছাড়া আর কোন অবস্থাতেই সালাত মাফ হয় না এমনকি মৃত্যুশয্যাতেও সালাত হতে বিরত থাকার কোন বিধান নেই। আল্লাহ মানুষের প্রতি দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তাই এই সালাত আদায়ের ব্যাপারে অত্যন্ত যত্নবান হতে হবে।

ইসলামে স্ত্রী সহবাসের পর সালাত আদায়ের জন্য প্রথমে গোসল করতে হবে। তারপর সালাত আদায় করবেন। নাপাক অবস্থায় সালাত আদায় করার কোনো সুযোগ নেই। অপবিত্র অবস্থায় আল্লাহ বান্দার কোনো সালাত কবুল করেন না। ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা থাকলেও আগে গোসল করে তারপর সালাত আদায় করবেন এবং দেরি হওয়ার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।