মেটা আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করছে

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ১১:১৪ এএম

ঢাকা : বিশ্বের শ্রমবাজারে তীব্র মন্দা চলমান রয়েছে। এর মধ্যে নতুন করে আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে পাঁচ হাজার শূন্যপদে এখন কর্মী নিয়োগ দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) মার্ক জাকারবার্গের সংস্থার পক্ষ থেকে বলা হয়, খরচ কমাতেই এই পদক্ষেপ নিয়েছে তারা।

মেটা কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ৪ মাস ধরে ধাপে ধাপে কর্মী ছাঁটাই চলবে।

সংস্থার কর্মীদের উদ্দেশে এক বার্তায় জাকারবার্গ বলেছেন, আমরা আমাদের দলের বহর ১০ হাজার কমিয়ে আনার পাশাপাশি ৫ হাজার শূন্য পদে নিয়োগও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

গত নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন জাকারবার্গ। চার মাসের মধ্যেই আবার নতুন করে ছাঁটাইয়ের ঘোষণা।

প্রসঙ্গত, আমেরিকার ধনকুবের ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পরই পৃথিবীর একাধিক দেশ থেকে বহু সংখ্যক কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার। তার সপ্তাহ দুয়েক পর থেকেই কর্মী ছাঁটাই শুরু করে মেটা।

সোনালীনিউজ/এমটিআই