বিশ্বকাপের লজ্জার রেকর্ডে সবার শীর্ষে মোস্তাফিজ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৮, ২০১৯, ০৮:৫০ পিএম

ঢাকা: বিশ্বকাপ মিশন শেষ এরই মধ্যে দেশে ফিরেছে মাশরাফি বাহিনী। সেমিতে ওঠতে না পারায় থেকে বিদায় নিয়ে এরই মধ্যে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ৯ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয় পেয়েছে তারা। বাকি একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বিশ্বকাপের গ্রুপপর্বে ৯ ম্যাচ খেলে ২০টি উইকেট শিকার করেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ২০ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয়স্থানে আছেন তিনি। 

সেই সঙ্গে বিশ্বকাপের এক আসরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনি। কিন্তু এরপরেও লজ্জার এক রেকর্ড গড়েছেন মোস্তাফিজ। চলতি বিশ্বকাপের খরুচে বোলিংয়ে সবার উপরে আছেন তিনি। 

৯ ম্যাচে ৪৮৩ রান দিয়ে বিশ্বকাপে খরুচে বোলারদের মধ্যে শীর্ষে আছেন মোস্তাফিজ। এই তালিকায় দ্বিতীয়স্থানে আছেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। তিনি ৪৪৩ রান দিয়েছেন। ৪৩২ রান দিয়ে এই তালিকায় তৃতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। 

এই তালিকায় চতুর্থস্থানে আছেন আফগান অধিনায়ক গুলবাদিন লাইব। তিনি ৪১৯ রান দিয়েছেন। ৪১৭ রান দিয়ে এই তালিকায় পঞ্চমস্থানে আছেন আরেক টাইগার পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

সোনানীনিউজ/এমএএইচ