এক দশক পর উইম্বলডনে মুখোমুখি নাদাল-ফেদেরার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ১২:৩০ পিএম

ঢাকা: টেনিসে জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। দুজনের লড়াই মানে চিত্তাকর্ষক লড়াই। টেনিসপ্রেমীরা ফেদেরার-নাদালের লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। আর এটা যদি উইম্বলডনে তাহলে তো কোনো কথাই নেই। দর্শকরা হুমড়ি খেয়ে পড়বেন দুই মহাতারকার রোমাঞ্চকর ম্যাচ উপভোগের জন্য।

গত এক দশকেরও বেশি সময় ধরে দুজনের দেখাই হয় না অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে। ২০০৮ সালের দুজনের মহাকাব্যিক মহারণের পর লন্ডনের এ আসরে কোর্টের লড়াইয়ে তাদের আর দেখাই হয়নি। এবারের উইম্বলডনে সেমিফাইনালে দেখা যাবে সেই দ্বৈরথ। নাদাল-ফেদেরার মুখোমুখি। এক দশকের বেশি সময় পর উইম্বলডনের ম্যাচে সাবেক দুই নাম্বার ওয়ান নাদাল-ফেদেরারের দেখা হচ্ছে।

শেষ আটের ম্যাচে ফেদেরার বুধবার চার সেটের লড়াইয়ে হারান জাপানের কেই নিশিকোরিকে। ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৪ গেমের কঠিন লড়াই শেষে হাসিমুখ ফেড এক্সপ্রেসের। গ্র্যান্ড স্ল্যামে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০তম ম্যাচও জিতলেন এই সুইস তারকা।

নাদাল শেষ আটে সরাসরি সেটে হারান যুক্তরাষ্ট্রের স্যাম কোয়েরিকে। ৭-৫, ৬-২, ৬-২ জিতে কোর্ট ছাড়েন এই স্প্যানিয়ার্ড।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই