সাইফউদ্দিনও যাচ্ছেন না শ্রীলঙ্কায়, ফিরলেন তাসকিন-ফরহাদ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২০, ২০১৯, ১২:২০ এএম

ঢাকা: হঠাৎ এলোমেলো হয়ে গেল শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল। শনিবার যখন লঙ্কান বিমানে উঠবে বাংলাদেশ দল তার আগের সন্ধ্যায় একের পর এক দুঃসংবাদে আক্রান্ত বাংলাদেশের ক্রিকেট।

শ্রীলঙ্কা সফরের আগের দিন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছিটকে পড়েছেন চোটে পড়ায়। নতুন দুঃসংবাদ, এই সফরে যাওয়া হচ্ছে না অলরাউন্ডার সাইফউদ্দীনেরও। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।

শুক্রবার রাতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মাশরাফি নেই। সাইফউদ্দীনও যাচ্ছে না শ্রীলঙ্কায়। পিঠের চোটে পড়ায় শ্রীলঙ্কায় যেতে পারছে না সে।’ মাশরাফি-সাইফউদ্দিনের জায়গায় কে কে যাচ্ছেন সেটিও বললেন মিনহাজুল, ‘আমরা ফরহাদ রেজা আর তাসকিন আহমেদকে অন্তর্ভুক্ত করছি শ্রীলঙ্কা সফরে।’

ফরহাদ ও তাসকিন দুজনই অবশ্য গত মে মাসে আয়ারল্যান্ড সফরে ছিলেন। তবে ওই সিরিজে একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি তাঁদের। তাসকিন এই মুহূর্তে আছেন ভারতে। বিসিবি একাদশের হয়ে ড. ডিওয়াই পাতিল ক্রিকেট একাডেমির বিপক্ষে শুক্রবার ৫ উইকেটও পেয়েছেন। এর মাঝেই তিনি সুখবর পেলেন তাসকিন।

সোনালীনিউজ/আরআইবি