শ্রীলঙ্কা বোর্ডকে ধন্যবাদ দিলেন তামিম

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ১২:১৭ এএম

ঢাকা: গত এপ্রিলে শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলা শিকার হয় শ্রীলঙ্কা। এরপর দ্বীপ দেশটির চিত্রই বদলে গেছে। লঙ্কান সরকারকে এ নিয়ে সতর্ক থাকতে হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাবে কি না তা নিয়ে দ্বিধায় ছিল। তবে সংশয়-শঙ্কা কাটিয়ে তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে।

বাংলাদেশকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে লঙ্কানরা। শুধু তাই নয়, তামিমদের ভিভিআইপি নিরাপত্তা দিচ্ছে শ্রীলঙ্কা সরকার। যা দেখে যারপনারই খুশি তামিম। ক্রিকেটের বাইরে কিছু ভাবার সুযোগ না থাকলেও বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মনে করেন, লঙ্কানদের এই পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিতে হয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ অনেকবার পড়েছে।

২০০৯ সালে বাংলাদেশে বিডিআর বিদ্রোহ হয়েছিল। এরপর ২০১৪ সালে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। সেই সময় শ্রীলঙ্কাই বাংলাদেশকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল।

সেই কথা মনে করিয়ে তামিম বরং শ্রীলঙ্কার কাছে কৃতজ্ঞতাই প্রকাশ করলেন,‘ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ তারা যেভাবে আমাদের দেখাশোনা করছে। নিরাপত্তা অসাধারণ। যে সুযোগ-সুবিধা দিচ্ছে খুবই ভালো। দুই মাস আগে ঘটে যাওয়া ঘটনার পর আমাদের ক্রিকেট বোর্ড কিংবা দেশের মানুষ সবাই ইতিবাচক ছিল এ সফর নিয়ে। খুব বেশি দিন আগের কথা নয় আমরাও এমন পরিস্থিতিতে পড়েছিলাম। তখন শ্রীলঙ্কাও আমাদের সহায়তা করেছিল। আমরা সবাই পরিবারের মতো। এ ধরনের ঘটনার পর একে অপরের সহায়তা করা খুব দরকার। খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি এখানে। আমরা এখন ক্রিকেট ছাড়া কিছু ভাবছি না। সবাই উপভোগ করছে সফরটা, আশা করি খুব উপভোগ্য সিরিজ হবে। দুই দলেরই প্রমাণ করার অনেক কিছু আছে এ সিরিজে। আশা করি সবাই সিরিজ উপভোগ করবে।’

বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা প্রশ্নে শ্রীলঙ্কার সাংবাদিকের প্রশ্নের জবাবে তামিম বলে গেলেন,‘ বিশ্বকাপের কিছু ম্যাচে আমাদের জেতা উচিত ছিল। পয়েন্ট টেবিল দেখে মনে হবে আমাদের খুব বাজে বিশ্বকাপ গেছে। আমরা ক্রিকেটাররা মনে করি আমাদের আরও ভালো করা দরকার ছিল। আমরা ভালো খেলেছি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে, এখানে শুধু ভালো খেলা নয়, জয় দরকার। যদি ওভাবে দেখেন হ্যাঁ, আমাদের হতাশার একটা টুর্নামেন্ট গেছে। এই সিরিজের দিকে আমরা তাকিয়ে। খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটার নেই আমাদের দলে। তবে যারা আছে তাদের সামর্থ্য আছে। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করা কঠিন। তবে এখানে সব সিরিজে ভালো করেছিলাম। আশা করি এবারও আমরা ছন্দটা ধরে নিতে পারব।’

শ্রীলঙ্কার প্রচণ্ড গরম ভাবাচ্ছে বাংলাদেশকে। অবশ্য সিরিজ শুরুর আগে কণ্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন তামিমরা। মঙ্গলবার পি সারা ওভালে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ দল।

সোনালীনিউজ/আরআইবি/