ইউএস ওপেন জয়ের আরও কাছে নাদাল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৯, ০১:১০ পিএম

ঢাকা : ইউএস ওপেনে চতুর্থ শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন নাদাল। আর্জেন্টিনার দিয়েগো জুবার্তসমানকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা। শেষ আটের ম্যাচে ২০তম বাছাই জুবার্তসমানকে ৬-৪, ৭-৫, ৬-২ গেমে হারান ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। ফাইনালে ওঠার লড়াইয়ে ২৪তম বাছাই ইতালির মার্কো বেরেত্তিনির মুখোমুখি হবেন ক্লে কোর্টের রাজা।

পুরুষ এককের সেমিফাইনালে ওঠা চার জনের মধ্যে বেরেত্তিনিকে নিয়ে তিন জন হলো যারা কখনও কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেননি।
শেষ চারের আরেক ম্যাচে মুখোমুখি হবেন গ্রিগর দিমিত্রভ ও রাশিয়ার দানিল মেদভেদেভ।

প্রথমবারের মতো এই প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছেন দিমিত্রভ। আর প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামেরই শেষ চারে ওঠার অভিজ্ঞতা হয়েছে ২৩ বছর বয়সী মেদভেদেভের।

মেয়েদের এককের সেমিফাইনালে উঠেছেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ ও কানাডার টিনএজার বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো। দুজনই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন।

নারী এককে শেষ চারের আরেক ম্যাচে মুখোমুখি হবেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সেরেনা উইলিয়ামস ও ইউক্রেনের এলিনা সিভিতোলিনা।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই