ভারতের টেস্ট দলে চমক শুভমন গিল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৭:৪৪ পিএম

ঢাকা : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে  ওপেনার হিসেবে দেখা যাবে রোহিত শর্মাকে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দল ঘোষণার পর একপ্রকার একথা জানিয়েই দিলেন নির্বাচক প্রধান এমএসকে প্রধান।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের জেরে দল থেকে বাদ গিয়েছেন লোকেশ রাহুল। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন তরুণ প্রতিভাবান ক্রিকেটার শুভমন গিল। কেকেআরের উদীয়মান তারকা সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তারই পুরস্কার পেলেন তিনি।

শুভমন প্রসঙ্গে নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ জানিয়েছেন, ‘গিল মিডল-অর্ডার এবং ওপেনিং দুই স্লটেই ভালো খেলছে। তাই আমরা ওঁকে সুযোগ দিয়েছি। প্রয়োজনে ব্যাক-আপ ওপেনার হিসেবেও দেখা হতে পারে তাঁকে।’

সীমিত ওভারের ক্রিকেটে এই মুহূর্তের বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিত। টেস্টে তিনি খেলেন মিডল অর্ডারে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফর তাঁকে কাটাতে হয়েছে বেঞ্চে বসে। রোহিতের মতো প্রতিভাবান ক্রিকেটারকে বেঞ্চে বসিয়ে রাখতে চায় না ম্যানেজমেন্ট। সেকারণেই, তাঁকে ওপেনিংয়ে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ধোনির অবসর নিয়ে একটি জল্পনা ছড়িয়েছিল। নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ সেই সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। তাঁর কথা, ধোনির অবসরের খবর ভুয়ো। লোকেশ রাহুল বাদ যাওয়া ছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরের দলই রাখা হয়েছে।

১৫ সদস্যের ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জশপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, শুভমন গিল।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই