বন্ধু আফিফের মতো কিছু করে দেখাতে চান নাঈম শেখ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৯:১৩ পিএম

ঢাকা: জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন তরুণ আফিফ হোসেন। ২৬ বলে খেলেছেন ৫২ রানোর ঝোড়ো ইনিংস। বন্ধু আফিফের মতই বাংলাদেশ দলের সফলতায় ছাপ রাখতে চান বাংলাদেশ দলে প্রথমবার ডাক পাওয়া নাঈম শেখ। একেবারেই নতুন মুখ হিসেবে ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পেয়েছেন এই তরুণ। 

নাঈম বলছেন, 'আফিফ আমার বন্ধু। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার সময় থেকেই আমরা একত্রে রয়েছি। আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া ও সখ্যতা রয়েছে। এমনকি আমরা সফরে গেলে একই রুমে থাকি। সুতরাং জাতীয় দলে তার সঙ্গে খেলতে পারাটা আমার জন্য দারুণ রোমঞ্চকর। আসন্ন ম্যাচে যদি আমি মূল একাদশে সুযোগ পাই, তাহলে আমার মূল লক্ষ্য থাকবে আফিফের মতো নিজের সেরাটা খেলা। পেছনে না তাকিয়ে আমি চাই ভাল পারফর্মেন্সের মাধ্যমে দলে স্থায়ীভাবে জায়গা করে নিতে।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নবাগতদের পরখ করতে দলে টেনে এনেছে টিম ম্যানেজম্যান্ট। নাঈম শেখ শেষ পর্যন্ত সফল হতে পারবেন কি-না সেটি সময়ই বলে দিবে। তবে তার মধ্যে আত্মবিশ্বাসের কোন ঘাটতি নেই। নাঈম বলেন, 'হাই পারফরম্যান্স দলের হয়ে আমি শ্রীলঙ্কার বিপক্ষে খুব একটা ভালো করতে পারিনি। তবে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে ভাল খেলেছি। ওই সিরিজে আমি যথাক্রমে ১২৬, ৪৯ ও ৬৫ রান করেছি। সিরিজে আফিফও ভাল খেলেছে।'

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ