উজ্জ্বল অভিষেকের পর চোটের কবলে আমিনুল

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৮:৫২ পিএম

ঢাকা : জিম্বাবুয়ের বিপক্ষে দারুন অভিষেক হয়েছে লেগ স্পিন অলরাউন্ডার আমিনুল ইসলামের। বাংলাদেশে এই লেগ স্পিনারের জন্য হাহাকার ছিল। আমিনুলকে নিয়ে আশার রেখা দেখা গিয়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচে এমন উজ্জ্বল পারফরম্যান্সের পর দলকে শুনতে হচ্ছে দুঃসংবাদ। চোটে পড়েছেন আমিনুল। ফিল্ডিংয়ের সময় জিম্বাবুয়ের দলনেতা হ্যামিল্টন মাসাকাদজার একটি শট ফেরাতে গিয়ে বাঁ হাতে ব্যথা পেয়েছেন তিনি। লেগেছে তিনটি সেলাইও।

আগের দিন বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করার পর আমিনুলকে নেওয়া হয় স্থানীয় একটি ক্লিনিকে। বিষয়টি নিশ্চিত করে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেছেন, 'মাসাকাদজার একটি শটে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের তালুতে আঘাত পেয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। ওই আঘাতে তিনটি সেলাই দিতে হয়েছে। তবে প্রাথমিকভাবে খুব একটা গুরুতর মনে হচ্ছে না চোট। ফিজিও পরবর্তী পর্যবেক্ষণ করলে জানা যাবে সম্পূর্ণ বিষয়টি।'

অভিষেকে নিয়ন্ত্রিত বোলিংয়ে ২ উইকেট নেওয়ার পর বাংলাদেশের ক্রিকেট ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আমিনুল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টিম হোটেলে কথাও বলেছেন এই ১৯ বছর বয়সী। এসেছিলেন হাতে ব্যান্ডেজ নিয়ে। কিন্তু মুখভর্তি ছিল হাসি। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতেই বেশ সাফল্য পাওয়া এ ক্রিকেটার ভাসছেন আলাদা রোমাঞ্চে। তাই তিনটি সেলাইয়ের পরও বলছেন সামান্য ব্যথা, 'হ্যাঁ, বাঁ হাতে একটু ব্যথা পেয়েছি। মাসাকাদজা একটা বল সোজা জোরে মেরেছিল, ওইটা আটকাতে গিয়েছিলাম, একটু লেগেছে। ফিল্ডিংয়ের সময়।'

তবে কি আফগানিস্তানের বিপক্ষে খেলছেন না আমিনুল? এমন শঙ্কা উড়িয়ে দিয়েছেন ১৯ বছরের এই যুবা খেলোয়াড়। চোটকে তিনি পাত্তাই দিচ্ছেন না, 'এখন আল্লাহর রহমতে ভালোই লাগছে। ব্যথা কমেছে। ফিজিওর সঙ্গে কথা বলার পর তিনি যা বলবেন, তাই করব। খেলব কি না এটা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। তারা যেভাবে বলবে, সেভাবেই করব। এখন হাত ভালোই মনে হচ্ছে।'

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই