শচীন-পন্টিংকে পেছনে ফেলে কোহলির রেকর্ডের ছড়াছড়ি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৯, ০৬:১০ পিএম

ঢাকা: বিরাট কোহলি ২২ গজে ব্যাট হাতে নামা মানেই কোনও না কোনও রেকর্ড হবেই। ইডেন গার্ডেন্সের গোলাপি টেস্টেও হয়েছে। গোলাপি বলের টেস্টে প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করলেন তিনি। একইসঙ্গে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে পৌঁছে গেলেন আন্তর্জাতিক ক্রিকেটে ৭০তম সেঞ্চুরির ক্লাবে।

শনিবার ইডেনে অধিনায়ক হিসেবে টেস্টে ২০তম সেঞ্চুরি পূর্ণ করলেন ভারত অধিনায়ক। তিনি টপকে গেলেন অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের টেস্টে ১৯ সেঞ্চুরির রেকর্ডকে। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে এখন দুই নম্বরে কোহলি। সামনে শুধু দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়াম স্মিথ। টেস্টে অধিনায়ক হিসেবে ২৫ সেঞ্চুরি রয়েছে স্মিথের।

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির সেঞ্চুরি সংখ্যা এখন ৭০। যার জন্য ৪৩৯ ইনিংস লাগল তাঁর। ক্রিকেট ইতিহাসে এটাই দ্রুততম। ৭০ তম সেঞ্চুরিতে পৌঁছাতে শচীন টেন্ডুলকারের লেগেছিল ৫০৫ ইনিংস। তিনি এখন দ্রুততমের তালিকার দুই নম্বরে। রিকি পন্টিংয়ের লেগেছিল ৬৪৯ ইনিংস। তিনি এখন এই তালিকার তিনে।

টেস্টে কোহলির সেঞ্চুরি সংখ্যা এখন ২৭। ১৪১ ইনিংস লাগল তাঁর ২৭ সেঞ্চুরিতে পৌঁছাতে। শচীনেরও লেগেছিল ১৪১ ইনিংস। ২৭ সেঞ্চুরিতে পৌঁছানোর ক্ষেত্রে  শচীন-কোহলি এখন যুগ্মভাবে দ্বিতীয়। এক নম্বরে অবশ্যই ডন ব্র্যাডম্যান। সবার ধরাছোঁয়ার বাইরে তিনি। মাত্র ৭০ ইনিংস লেগেছিল তাঁর টেস্টে ২৭ সেঞ্চুরিতে পৌঁছতে।

শুক্রবারই অধিনায়ক হিসেবে টেস্টে দ্রুততম ৫০০০ রান পূর্ণ করেছিলেন কোহলি। অধিনায়ক হিসেবে ৮৬ ইনিংস নিয়েছেন তিনি পাঁচ হাজার রান করতে। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৯৭ ইনিংস), ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড (১০৬ ইনিংস), দক্ষিণ আফ্রিকার গ্রায়াম স্মিথ (১১০ ইনিংস), অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার (১১৬ ইনিংস), নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং (১৩০ ইনিংস)— সবাই রয়েছেন পিছনে।

অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮৮ ইনিংসে ৪১ সেঞ্চুরি করে ফেললেন কোহলি। যা এল তিন ফরম্যাট মিলিয়ে। অধিনায়ক হিসেবে সব ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে এখন পন্টিংয়ের সঙ্গে একবিন্দুতে দাঁড়িয়ে তিনি। পন্টিংও অধিনায়ক হিসেবে করেছিলেন ৪১ সেঞ্চুরি। তবে কোহলির তুলনায় অনেক বেশি ইনিংস নিয়েছিলেন তিনি। পন্টিংয়ের লেগেছিল ৩৭৬ ইনিংস।

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ