আইপিএল নিলামে উঠতে নিবন্ধন করেছেন তামিম-মোস্তাফিজরা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৯, ০৯:০৮ পিএম

ঢাকা: এবার আইপিএলের নিলাম হবে কলকাতায়। ১৯ ডিসেম্বর সেই নিলামে উঠতে এরমাঝে ৯৭১ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ছয় জন রয়েছে বাংলাদেশের। জানা গেছে, ৯৭১ ক্রিকেটারের মাঝে ৭৩ জনের দল পাওয়ার সুযোগ হবে।

বিসিবি জানিয়েছে, ২০২০ আইপিএল খেলার লক্ষ্যে নিবন্ধন করেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। ছয় জনের মধ্যে তামিম ও মোস্তাফিজেরই রয়েছে আইপিএল অভিজ্ঞতা। ২০১৬ ও ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন মোস্তাফিজ। ২০১৮ তে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।

তামিমও সুযোগ পেয়েছিলেন আইপিএলে। ২০১২-এর সেই আইপিএলে পুনে ওয়ারিয়র্সের দলে থাকলেও একটি ম্যাচেও খেলার সুযোগ হয়নি তার। আইপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ সাকিব আল হাসান তো সবধরণের ক্রিকেট থেকেই নিষিদ্ধ। সুতরাং তার এবার খেলার প্রশ্নই ওঠে না।

বিদেশি ক্যাটাগরিতে আইপিএলে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। নিলামে উঠতে নিবন্ধন করেছেন ৫৫ অস্ট্রেলিয়ান ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা থেকে ৫৪ ক্রিকেটার। শ্রীলঙ্কা ৩৯, ওয়েস্ট ইন্ডিজ ৩৪, নিউজিল্যান্ড ২৪, ইংল্যান্ড ২২। এমনকি আফগানিস্তান থেকেও নিবন্ধন করেছেন ১৯ ক্রিকেটার।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই