ফুটবল দলের জন্য বাফুফের ৪০ হাজার ডলার বোনাস ঘোষণা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৯, ০৪:৫৬ পিএম

ঢাকা: সাউথ এশিয়ান (এসএ) গেমসে রোববার বাংলাদেশের টিকে থাকার লড়াই। আর কিছুক্ষণ পর নেপালের দশরথ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচ। ফাইনালে উঠতে গেলে এই ম্যাচে জামাল ভুঁইয়াদের জন্য জয়ের বিকল্প নেই। ড্র করলেই বিদায়। 

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে দলকে উজ্জীবিত করতে নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর তা হলো, পুরস্কার ঘোষণা। রোববার নেপালকে হারিয়ে ফুটবলের ফাইনালে উঠলে বাংলাদেশ দলকে ৪০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি কাজী সালাউদ্দিন  বলেছেন, ‘আমরা ফাইনালে উঠতে চাই। আর সেই লক্ষ্য পূরণ হলে ফুটবল দলকে ৪০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। সোনা জিতলে আরও বড় পুরস্কার দেব।’ বোঝাই যাচ্ছে ফাইনাল জিতলে পুরস্কারের অঙ্কটা কোটি ছুঁয়ে ফেলবে!

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ