বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সাকিব-মুশফিক

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৯, ০১:৩৭ পিএম

ঢাকা: বাঙালির মুক্তির দিন আজ, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল যে বাংলাদেশ, তার ৪৮ বছর পূর্তি উদযাপন করছে গোটা জাতি। আর এই বিজয় উদযাপনে পিছয়ে নেই বাংলাদেশের ক্রিকেটাররা। বিজয় দিবসের শুভেচ্ছা ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভালবাসা জানাচ্ছেন সবাই। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম তাদের ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন।

সাকিব আল হাসান লেখেন, ‘মহান মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেই দিনের অর্জিত সেই বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের ৪৯তম বছরে নতুন করে ঊজ্জীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

নিজের ফেসবুক পেজে বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে হাস্যজ্জল একটি ছবি পোস্ট করেছেন মুশফিকুর রহিম। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা অনেকেই আমাদের জাতীয় পতাকার লাল সবুজ বর্ণের অর্থ জানিনা। আজকের এই বিজয়ে আমি এর মানে শেয়ার করতে চাই। লাল বৃত্তটি সমান্য বাম দিকে স্থাপন করা হয়েছে, যেন পতাকাটি উড়ানোর সময় এটি মাঝ বরাবর দেখানো যায়। এটি বাংলার উপরে সূর্যদয় এবং ১৯৭১ সালের শহীদের যে রক্ত ঝড়েছিলো তার অর্থ বহন করে। সবুজ বর্ণ বাংলাদেশের ভূমির উজ্জ্বলতা প্রদর্শণ করে। আজ আমরা এই পতাকাটি অতি গর্বের সঙ্গে বুকে ধারণ করে রেখেছি। ১৬ ডিসেম্বর- এমন একটি বিজয় যা আমাদের অনেক বিজয়ের দ্বার উন্মুক্ত করেছে। মুক্তিযোদ্ধাদের সালাম, আপনাকে কখনও ভোলা যাবে না।’

সোনালীনিউজ/এস