গাড়িচাপায় মানুষ মেরে গ্রেফতার কুশল মেন্ডিস

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৫, ২০২০, ০১:০২ পিএম
কুশল মেন্ডিস

ঢাকা : বিশ্বকাপ বিক্রি নিয়ে এমনিতেই বাজে সময় যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটের। তার ওপর আবারও সংবাদের শিরোনাম হলেন লঙ্কান তারকা ব্যাটসম্যান কুশল মেন্ডিস। 

রোববার (৫ জুলাই) সকালে দেশটির পুলিশ গ্রেফতার করেছে তাকে। শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, গাড়িচাপায় এক বৃদ্ধকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মেন্ডিসকে। আজ ভোর পাঁচটায় কলম্বোর কাছে পানাদুরা নামের এক জায়গায় মেন্ডিসের গাড়ি একটি বাইসাইকেলে আঘাত করে। 

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সাইকেলটি চালাচ্ছিলেন ৬৪ বছর বয়সী এক বৃদ্ধ। তবে শ্রীলঙ্কার ডেইলি মেইল লিখেছে, নিহত ব্যক্তির বয়স ৬৪। পুলিশ জানিয়েছে, মেন্ডিসকে আজ আদালতে হাজির করানো হবে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

২৫ বছর বয়সী মেন্ডিস শ্রীলঙ্কার হয়ে ৪৪টি টেস্ট, ৭৬টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৩৭ গড়ে ২৯৯৫ রান তাঁর, ওয়ানডেতে ৩০.৫২ গড়ে করেছেন ২১৬৭ রান। ২০১৫ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা মেন্ডিস করোনাভাইরাসজনিত লকডাউন শেষে শুরু হওয়া শ্রীলঙ্কার অনুশীলন ক্যাম্পে ছিলেন।

সোনালীনিউজ/এএস