ছক্কার অনন্য মাইলফলকে রোহিত শর্মা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০, ১১:৫৬ এএম

ঢাকা : আইপিএল মানেই যেন চার-ছক্কার ফুলঝুরি। দুনিয়ার সেরা সেরা সব ব্যাটসম্যানের উইলোবাজি যেন জমা থাকে আইপিএলের জন্য। এই টুর্নামেন্টে ব্যাট হাতে কারিশমা দেখানোর জন্যেই হয়তো অনেকেই অপেক্ষা করেন। এবার নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কলকাতার বিপক্ষে ব্যাট হাতে দারুণ এক মাইলফলকে নাম লিখিয়েছেন রোহিত শর্মা। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ২০০ ছক্কার রেকর্ড গড়েছেন তিনি। কলকাতার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫৪ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রোহিত। এই ইনিংস খেলার পথে মাইলফলকে নাম লেখান রোহিত। এই ইনিংসে ৬টি ছক্কা এসেছে এই ওপেনারের ব্যাট থেকে। 

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। এই ক্যারিবিয় ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ৩২৬টি ছক্কা। প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স মেরেছেন ২১৪টি ছক্কা। এছাড়া মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে রয়েছে ২১২টি আইপিএল ছক্কা।

তবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ভারতীয় ব্যাটসম্যান রোহিতই।

সোনালীনিউজ/এএস