আলভেসের লক্ষ্য ইউভেন্তুসকে ইউরোপে সাফল্য এনে দেওয়া

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৪, ২০১৬, ০৭:২৯ পিএম

বার্সেলোনা ছেড়ে ইউভেন্তুসে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দানি আলভেস। ইতালির সেরি আ চ্যাম্পিয়নদের ইউরোপে সাফল্য এনে দেওয়ার প্রত্যয়ের কথাও জানিয়েছেন ব্রাজিলের এই ডিফেন্ডার।  

গত বৃহস্পতিবার ৩৩ বছর বয়সী আলভেসের বার্সেলোনা ছাড়ার বিষয়টি নিশ্চিত করে কাতালান ক্লাবটি। সংবাদমাধ্যমে খবর আসে, ব্রাজিলের এই ডিফেন্ডারের পরবর্তী ঠিকানা ইউভেন্তুস। এই রাইট-ব্যাককে পেতে আগ্রহ দেখায় ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিও। ব্রাজিলের হয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলতে যাওয়া আলভেস বলেন, আমি সব সময়ই সুখী, কিন্তু এখন আমি আরও সুখী। ইউভেন্তুসে যোগ দেওয়া নিয়ে আমি খুব খুশি। আমি ইউরোপ আর ইতালিতে জিততে চাই। বার্সেলোনার হয়ে আমি অনেক শিরোপা জিতেছি, কিন্তু এখন ইতালিতে উপভোগ করার সময় এবং ইউভেন্তুসকে ইউরোপের শীর্ষে ফেরানোর চেষ্টা করার সময়।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই