মেসি রোনালদোর কাতারের নন নেইমার : পেলে

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০১৬, ০৯:৩৯ এএম

অনেকেই মনে করেন, ভবিষ্যতে ফুটবলে লিওনেল মেসির জায়গা নেবেন নেইমার। কিন্তু এই সময়ে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর কাতারের নন বলে মনে করেন ফুটবল কিংবদন্তি পেলে।

পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি আর উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেসের সঙ্গে বার্সেলোনার অদম্য আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য নেইমারও। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩১ গোল করেন। সবশেষ ফিফা-ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসি আর রোনালদোর সঙ্গে সংক্ষিপ্ত তিন জনের তালিকায়ও ছিলেন ব্রাজিল অধিনায়ক।

তবে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে নেইমারকে নিয়ে অতটা উচ্ছ্বসিত নন। স্পেনের ক্রীড়া দৈনিক মার্কাকে পেলে বলেন, নেইমারের ছোটবেলা থেকে আমি তাকে চিনি এবং অনেক বছর আগে তার কোচেরা আমাকে বলেছিল, সে খুব ভালো। এটা ঠিক আছে। কিন্তু তার রোনালদো বা মেসির মতো মান নেই।

আমাকে যদি বর্তমানে সেরা খেলোয়াড়ের নাম বলতে হয়, আমি লিওনেলের কথাই বলবো। পর্তুগিজ খেলোয়াড়টির (রোনালদো) খেলার ভিন্ন একটি ধরন আছে। কিন্তু আমার মতে, সেরা মেসিই।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই