ফেদেরারকে পেছনে ফেলে জকোভিচের নতুন রেকর্ড

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৯:৩৮ পিএম
ছবি : ইন্টারনেট

ঢাকা : শেষ পর্যন্ত রজার ফেদেরার আর শীর্ষস্থানে থাকতে পারলেন না। নোভাক জকোভিচ পেছনে ফেলে দিলেন সুইজারল্যান্ডের টেনিস কিংবদন্তী রজার ফেদেরারকে। ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) র‍্যাংকিংয়ে সর্বোচ্চ ৩১১ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ড গড়লেন জকোভিচ। 

৩১০ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ড ছিল এতদিন রজার ফেদেরারের দখলে। টেনিসকে এক সময় নিয়মিতই শাসন করতেন রজার ফেদেরার। সারা বিশ্বের ক্রীড়াপ্রিয় মানুষের ভালোবাসও কেড়ে নিয়েছিলেন তিনি। তবে ফেদেরারের রাজ্যে প্রথম হানা দেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। এরপর এই সাম্রাজ্যে আরেকজন বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।

আগের সপ্তাহেই ফেদেরারকে ছুঁয়ে রেকর্ডে ভাগ বসিয়েছিলেন ‘জোকার’। ফেদেরারের ৩১০ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ডে ভাগ বসান তিনি। তবে জকোভিচের সামনে নতুন রেকর্ড গড়াটা ছিল অবশ্যম্ভাবী। এই সপ্তাহেই ৩১১ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ডটা গড়ে ফেললেন তিনি।

জকোভিচের সামনে কিন্তু ফেদেরারের আরেকটি রেকর্ড এখন রয়েছে হুমকির মুখে। ২০টি গ্র্যান্ড স্লাম জিতে সর্বকালের সেরার আসনে রয়েছেন এখন সুইস তারকা রজার ফেদেরার। এরই মধ্যে ১৮টি গ্র্যান্ডস্লাম জিতে ফেলেছেন নোভাক জকোভিচ। এবার তার সামনে ফেদেরারের গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ভাঙার হাতছানি। ৩১১ সপ্তাহের রেকর্ড গড়ার পরই জকোভিচ টুইটারে লেখেন, ‘বিগ ডে টুডে’। ৩৩ বছর বয়সী জকোভিচ ফেব্রুয়ারিতেই ১৮তম গ্র্যান্ডস্লাম হিসেবে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন।

আগামী আগস্টেই ৪০-এ পা দেবেন ফেদেরার। ৩৪ বছর বয়সী স্প্যানিশ তারকা রাফায়েল নাদালেরও গ্র্যান্ড স্লাম ২০টি। জকোভিচ তার চেয়ে মাত্র এক বছর কম বয়সী। এখনই তার নামের পাশে শোভা পাচ্ছে ১৮টি গ্র্যান্ড স্লাম। চলতি বছরই হয়তো ফেদেরার এবং নাদালকে ছুঁয়ে ফেলবেন কিংবা পেছনে ফেলে দেবেন। কারণ, এখনও এই বছর তিনটি গ্র্যান্ড স্লাম বাকি রয়েছে।

এক বিবৃতিতে জকোভিচ বলেন, ‘কিংবদন্তীদের পথে হাঁটতে পারাটাও অনেক বড় বিষয়। তাদের কাতারে উঠতে পেরেছি এবং তাদের কাছাকাছি কিছু অর্জন করতে পেরেছি, জানলেই নিজের মধ্যে একটা বিশেষ অনুপ্রেরণা কাজ করে। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল, ভালো একটা অবস্থানে যাওয়ার।

২০২০ সালের ফেব্রুয়ারিতে রাফায়েল নাদালের কাছ থেকে র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটি পূনরূদ্ধার করেন জকোভিচ। এরপর থেকে টানা শীর্ষেই রয়েছেন তিনি। গত একটি বছর তিনিই থাকলেন র‍্যাংকিংয়ের শীর্ষে এবং ৬ষ্ঠ বার শীর্ষে থেকে বছর শেষ করলেন। এখানে এসে পিট সাম্প্রাসকে ছুঁয়ে ফেললেন জকোভিচ।

মোট ৫বার র‍্যাংকিংয়ের শীর্ষে এসেছিলেন জকোভিচ। এর মধ্যে ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ১২২ সপ্তাহ ছিলেন শীর্ষে। যদিও এই রেকর্ডটা (টানা শীর্ষে থাকার) দখলে রয়েছে রজার ফেদেরারের। তিনি ২৩৭ সপ্তাহ টানা শীর্ষে ছিলেন।

সোনালীনিউজ/এমএএইচ