বিকালে মামুনুলদের ফের ‘তাজিক’ পরীক্ষা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০১৬, ১০:৫৭ এএম

পাঁচদিন আগে দুশানবেতে পাঁচ গোলে হারের দগদগে ক্ষত নিয়েই আজ বঙ্গবন্থু স্টেডিয়ামে সেই তাজিকিস্তানের বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় হারের কারণে এশিয়ান কাপ প্লেঅফ পর্বে তেমন আশা নেই বললেই চলে। আগামী সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে শেষ ভরসা। তবুও নিজেদের মাঠে যথাসম্ভব ইতিবাচক ফল করার দিকে দৃষ্টি মামুনুলদের।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টার ম্যাচে লড়ার আগে বাংলাদেশ কোচ ডি ক্রুইফ অবশ্য নানান দিক তুলে ধরেছেন। জানান ড্র করতে পারলে তা হবে সম্মানজনক।  বলেছেন, ‘তাজিকদের বিপক্ষে ম্যাচ। অ্যাওয়ে ম্যাচের ফলের দিকে তাকালে সবারই খারাপ লাগবে। প্রতিপক্ষ তো তারুণ্যনির্ভর দল। বেশিরভাগই বিদেশি লিগে খেলে থাকে। আমাদের দুর্ভাগ্য সেটপিস থেকে অধিকাংশ গোল এসেছে। তারপরও আমরা চাইব নিজেদের মাঠে ইতিবাচক ফুটবল খেলতে। আগের চেয়ে পারফরম্যান্স বাড়িয়ে নিতে। এর জন্য খেলোয়াড়দের শতভাগ দিতে হবে। তাহলে জয়ের মুখ দেখা যেতে পারে। তবে পাঁচ গোলে জেতা দলটির বিপক্ষে জয় পাওয়াটা বেশ কঠিন। ড্র হলেও ভালো ফল বলব।’

ঠিক এক বছর আগে এই দলটির বিপক্ষে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র ছিল। সেই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে পারে মামুনুলরা। তবে দলের বর্তমান যে অবস্থা তাতে করে ইতিবাচক ফল করাটাই বড় চ্যালেঞ্জ।

দু’দলের আগে নয়বার দেখা হয়েছিল। এর মধ্যে একটিতে জয়। দুটি ড্র। আর বাকি ম্যাচগুলোতে হার দেখতে হয়েছে।ক্রুইফের মতোই মামুনুলের দৃষ্টি ভালো খেলার দিকে।জানালেন, ‘গত চার বছর ধরে আমরা একটা সমস্যায় ভুগছি, সেটা হল সেটপিস। সেখানেই আমরা ব্যর্থ হচ্ছি। আমরা কঠোর অনুশীলন করেছি একটা ভালো রেজাল্ট দেওয়ার জন্য। যখন ম্যাচ হারি তখন আমরা কিন্তু আপনাদের চেয়ে বেশি দুঃখ পাই। কারণ আমরা সারারাত ঘুমাতে পারি না। শুধু আফসোসই করতে থাকি। আমাদের যতটুকু সামর্থ্য, ততটুকু দিয়ে আমরা কিছু পাওয়ার চেষ্টা করি, যাতে দেশের মানুষ খুশি হয়। তাই ফিরতি পর্বের ম্যাচেও সেরা ফুটবল খেলার চেষ্টা থাকবে।’

দল হিসেবে খেলার আর্তি এ মিডফিল্ডারের, ‘যত কথাই বলি না কেন, মাঠে আমাদের খেলতে হবে। ভালো রেজাল্ট আমরাই করেছি, খারাপ রেজাল্টও আমরাই করেছি। কিন্তু একটা দল হিসেবে আমাদের ভালো করার আরেকটা সুযোগ আছে। আমরা যেন সেটা করতে পারি।’

তাজিকিস্তান কোচ খাকিম ফুজায়েলভ অবশ্য আগের ফলকে মনে রাখতে চাইছেন না। বলেছেন, ‘আগে কী ফল হয়েছিল সেদিকে দৃষ্টি দিতে চাই না। সব মনোযোগ নতুন ম্যাচকে ঘিরে। এখানে সর্বশেষ দুটি ম্যাচে আমরা ড্র করেছিলাম। তা আমাদের মনে আছে। আমরা সেরাটা দিয়ে ম্যাচ জেতার জন্য মাঠে নামব।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই