আইপিএল স্থগিতের পর এলপিএল শুরুর ঘোষণা

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৩, ২০২১, ০৯:১১ পিএম

ঢাকা: করোনা মহামারির কারণে মাঝপথে বন্ধ হয়ে গেছে আইপিএল। ভারত এখন মৃত্যুপুরী। কিন্তু শ্রীলঙ্কা করোনা থেকে অনেক সুরক্ষিত। তাই আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। তবে আসরের পূর্ণাঙ্গ সূচি ও অন্য তথ্যাদি এখনো প্রকাশ করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

প্রায় তিন সপ্তাহের এই টুর্নামেন্টের পর্দা নামবে ২২ আগস্ট। এসএলসির ব্যবস্থাপনা কমিটির প্রধান অর্জুন ডি সিলভা বলেছেন, 'আমরা এ বছরের এলপিএল আয়োজনের জন্য ভালো সুযোগ পেয়েছি। এখন টুর্নামেন্টের বাকি বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে।' এর আগে আইপিএলের স্থগিত আসর নিজেদের মাটিতে আয়োজনের প্রস্তাব দিয়েছে লঙ্কান বোর্ড।

আগামী জুলাইয়ে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সিরিজ শেষ হবে ২৭ জুলাই। সিরিজ শেষেই এলপিএল শুরু করবে এসএলসি। গত বছরের ২৬ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এলপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল। ওই আসরের চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা স্টালিয়নস।

সোনালীনিউজ/টিআই