চিঠি পেয়ে ভারতকে আইসিসির সাফ জবাব

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৭:৫৫ পিএম

ঢাকা:  আগামী ৬ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল)। এ পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারত। যে কোনো মূল্যে এ আসরটি বন্ধ করতে উঠে পড়ে লেগেছিল বিসিসিআই।

কেপিএলকে স্বীকৃতি না দিতে সরাসরি আইসিসির কাছেও লিখিত আবেদন করেছিল বিসিসিআই। তবে তাদের এ চেষ্টা বৃথা হয়ে গেল। 

তাদের চিঠির জবাবে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে কোনো ঘরোয়া টুর্নামেন্টে হস্তক্ষেপ করবে না আইসিসি। তাদের নিয়ম অনুযায়ী প্রত্যেক দেশেরই ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করার অধিকার আছে। এসকল টুর্নামেন্টের সাথে আইসিসির কোনো সম্পর্ক নেই। তাই এই কেপিএল আয়োজনেও কোনো বাধা থাকছে না।

বিসিসিআই ঐ চিঠিতে কেপিএলে বিদেশি খেলোয়াড়দের উপর নিষেধাজ্ঞা চেয়েছিল। কিন্তু আইসিসি এ ব্যাপারেও কোন হস্তক্ষেপ করতে রাজি হয়নি। এ প্রসঙ্গে আইসিসি বলেছে, ‘এই টুর্নামেন্ট আইসিসির অধীনে হচ্ছে না, এটা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টও না।’

এদিকে বিসিসিআইয়ের এমন কাণ্ডে হতাশ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানিয়েছে, ‘বিসিসিআইয়ের কান্ড একেবারেই অগ্রহণযোগ্য। এটা ক্রিকেটের জন্য বাজে উদাহরণ যা সহ্য করা যায় না।

সোনালীনিউজ/এআর