টোকিও অলিম্পিক

সোনা জয়ে নাগালের বাইরে চীন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৯:৪৭ পিএম

ঢাকা: সর্বোচ্চ চেষ্টা করেও সোনা জয়ে চীনকে ছুঁতে পারছে না যুক্তরাষ্ট্র। আজও আজ পাঁচটি সোনা জিতেছে চীন। এদিকে আজ মাত্র দুইটি সোনা যুক্ত করতে পেরেছে যুক্তরাষ্ট্র। তিন থেকে পাঁচে থাকা জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া আজ কোনো সোনাই জিততে পারেনি। আজ চমক দেখিয়েছে জার্মানি। 

ইকুয়েস্ট্রিয়ানের সঙ্গে রেসলিং থেকেও একটি সোনা জিতে পয়েন্ট টেবিলে আটে চলে এসেছে জার্মানি। আজ পাঁচটি সোনা জিতলেও অঘটনে শিকার হয়েছে চীন, সিডনি অলিম্পিক থেকে ব্যাডমিন্টনে ছেলেদের এককের সোনা নিজেদের সম্পত্তি করে রেখেছিল চীন। আজ সেটা খুইয়েছে তারা। ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন সরাসরি সেটে চীনের লং চেনকে হারিয়ে দিয়েছেন।

গতকাল নতুন কোনো দেশ পদক তালিকায় নাম লেখাতে পারেনি। আজ কিন্তু নতুন করে ৪টি দেশের নাম উঠেছে পডিয়ামে। এবারের অলিম্পিকে অন্তত একটি পদক জেতা দেশের সংখ্যা এখন ৮০। সোনা জেতা দশের সংখ্যাও আজ চারটি বেড়েছে। মোট ৫৭টি দেশ এখন পর্যন্ত সোনার দেখা পেল। শুধু রুপা জয়ী দেশের সংখ্যা এখন ১৩টি। শুধু ব্রোঞ্জজয়ী দেশ এখন ১০টি।

সোনালীনিউজ/এআর