২৬ অক্টোবর কিউইদের উচিৎ জবাব দিতে বললেন শোয়েব

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৮:২১ পিএম

ঢাকা: বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রায় সব ক্রিকেটার। এ ব্যাপারে একটু বেশিই সরব পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। 

নিউজিল্যান্ড সিরিজ বাতিল করার পরই শোয়েব আখতার বলেছিলেন, পাকিস্তানের ক্রিকেটকে খুন করল নিউজিল্যন্ড। 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' এবার কিউইদের উচিত জবাব দিতে চান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৬ অক্টোবর মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। 

সেই ছবি টুইট করে শোয়েব লেখেন, 'এই দিনটা তোমরা মনে রেখ। এই দিনেই নিজেদের সর্ব শক্তি দিয়ে ওদের আক্রমণ করতে হবে।' এই টুইটের মাধ্যমে তিনি বাবরদের বললেন, কিউইদের মাঠেই জবাব দিতে হবে। বিশ্বকাপের মঞ্চে কিউইদের হারিয়ে মনের জ্বালা মেটাতে চায় পাকিস্তান।

নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম নিজেও বেশ ক্ষিপ্ত। তিনি টুইট করে লিখেছেন, 'হঠাৎ সিরিজ বাতিল হয়ে যাওয়ায় আমরা হতাশ। পাকিস্তানের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীর মুখে হাসি ফোটাতো এই সিরিজ।  

সোনালীনিউজ/এআর