তামিমের মতো আরো একজন বিশ্বকাপে খেলতে চাননি 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৮:১৪ পিএম

ঢাকা: স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর বাংলাদেশের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। তামিম ইকবাল কেন বিশ্বকাপে খেলছেন না? এ প্রশ্নের জবাব ভক্তরা পেলেও উদ্বোধনীতে যে ঘাটতি তৈরি হয়েছে সেটি দেখে কোনো মতেই খুশি হতে পারছেন না সমর্থকরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতিও জানালেন, তামিম যে বিশ্বকাপে খেলবেন না সেটি আগেই জানতেন তিনি। শঙ্কা ছিল আরও এক ক্রিকেটারের না খেলার। তথ্য থাকলেও সেই ক্রিকেটারের নাম অবশ্য উল্লেখ করেননি পাপন। 

আজ (সোমবার) বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে হঠাত বৈঠকের পর পাপন বললেন, ‘তামিমের না খেলার ব্যাপারটা আপনারা জানার অনেক আগেই আমি জানি। এমনকি আমি ভেবেছিলাম আরও একজন খেলবে না। এরকম তথ্যও আমার কাছে ছিল। কিন্তু খেলছে। আমার কথা হচ্ছে এগুলো মনের মধ্যে রাখার তো কিছু নাই। খেললে খেলবে, না খেললে নাই। সোজা বলে দেবে। কিন্তু অভিমান করে বলে দেবে আমি খেলব না এটা আমার কাছে গ্রহণযোগ্য না।’ 

তামিমকে দেশ সেরা ওপেনার আখ্যা দিয়ে পাপন বলেন, ‘কার সাথে অভিমান দেশের সাথে? এদেশেই তো থাকতেছে সে। এই ধরণের ইমোশনের আমার কাছে কোনো জায়গা নেই। আমার কখা হচ্ছে কেউ খেলতে চাইলে খেলবে, না চাইলে খেলবে না। তবে একটা জিনিস সর্বশেষ বলে দিচ্ছি, যত ওপেনারই খেলুক না কেন তামিমের চেয়ে ভালো ওপেনার একটাও নাই।’

সোনালীনিউজ/এআর