ভয় ও কষ্ট পেয়েছেন ইয়াসির

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৯:২৪ পিএম

ঢাকা: অভিষেকেই তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সময়েই মাথায় আঘাত পেয়ে ছিটকে যান। তাই নিজেকে খানিক দূর্ভাগা ভাবতেই পারেন রাব্বি। 

৩৬ রানে শাহিন শাহ আফ্রিদির বাউন্সার মাথায় আঘাত হানলে ক্রিজ ছেড়ে চলে যেতে হয় হাসাপাতালে। সিটি স্ক্যানে কিছু ধরা না পড়লেও এক রাত্রি নিবিঢ় পর্যবেক্ষণে হাসাপাতালে থাকার কারণে চট্টগ্রাম টেস্টে আর ব্যাটিংয়ে নামা হয়নি। তার বদলে কনকাসন সাব হিসেবে খেলেন নুরুল হাসান সোহান।

মাথায় বল লেগে মাঠের বাইরে চলে যাওয়ার অনুভুতিটা কেমন ছিল? আজ বৃহস্পতিবার শেরে বাংলায় অনুশীলনের পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে ইয়াসির রাব্বি বলে ওঠেন, ‘এটা অনেক হতাশাজনক ছিল। আমি যেভাবে ব্যাট করছিলাম, এভাবে যদি করে যেতে পারতাম! তাহলে দল আরেকটু ভালো অবস্থায় থাকতো। একজন নতুন ব্যাটসম্যান ক্রিজে এসে ব্যাটিং করাটা সহজ নয় সবসময়। একটু তো কষ্ট লেগেছেই যখন দেখেছি আমি মাঠ থেকে বের হওয়ার পর ওভাবে কেউ ব্যাটিং করতে পারেনি।’

মাথায় বল লাগার সময়ের কথা বলতে গিয়ে রাব্বি বলেন, ‘আসলে তো একটু ভয় পেয়েছিলাম। মাথায় বল লেগেছিল। সত্যি বলতে একটু ভয়ে ছিলাম। আবার কষ্টও পাচ্ছিলাম আমার ডেব্যু ম্যাচ। টিমকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছিলাম; কিন্তু শেষ করতে পারিনি। এটা মিক্সড ফিলিংস ভয় ও কষ্টের।’

সোনালীনিউজ/এআর