সিমেওনেকে কোচ করতে চায় আর্জেন্টিনা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১, ২০১৬, ০১:১৭ এএম

দিয়েগো সিমেওনেকে জাতীয় দলের কোচ হিসেবে চায় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে সাফল্য এনে দেওয়া আর্জেন্টাইন এই কোচকে ছাড়তে চায় না তার ক্লাব আতলেতিকো মাদ্রিদ।

কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর অধিনায়ক লিওনেল মেসির অবসরের ঘোষণার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা।

দুই বছরে দুটি কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙার পরও মার্তিনোই রিও দে জেনেইরো অলিম্পিকে আর্জেন্টিনার কোচ থাকছেন। তবে বার্সেলোনার সাবেক এই কোচের আর্জেন্টিনা দলে দীর্ঘমেয়াদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। আর সিমেওনেই এএফএর মূল পছন্দ বলে বোঝা যাচ্ছে।

স্পেনের একটি রেডিওকে আতলেতিকোর সভাপতি এনরিকে সেরেসো বলেন, সিমেওনেকে আর্জেন্টিনার কোচ করার বিষয়ে কথা বলতে এএফএ আমাকে ফোন করেছিল এবং আমি তাদের না বলে দিয়েছি।

আতলেতিকো মাদ্রিদকে ২০১৪ সালের লা লিগা জেতানোর সঙ্গে গত তিন মৌসুমে দুটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলেন সিমেওনে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই