ইন্দোনেশিয়ায় জামাল ভূঁইয়ারা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৭, ২০২২, ১০:২৩ পিএম

ঢাকা: ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে জাতীয় ফুটবল এখন ইন্দোনেশিয়ায়। দেশটির বান্দুং শহরে ১ জুন প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক ইন্দোনেশিয়া। 

বৃহস্পতিবার গভীর রাতে হ্যাভিয়ের ক্যাবরেরা ফুটবল দল নিয়ে ঢাকা ত্যাগ করেন। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় ফুটবল দল ইন্দোনেশিয়ায় পৌঁছায়।

বাংলাদেশ শনিবার ইন্দোনেশিয়ায় প্রথম অনুশীলনে নামবে। ১ জুন এখান প্রীতি ম্যাচ শেষ করে পরের দিন বাংলাদেশ দল চলে যাবে মালয়েশিয়া। ৮ জুন সেখানে শুরু হবে এশিয়ান কাপ বাছাইয়ের খেলা। বাংলাদেশ খেলছে ‘ই’ গ্রুপে। প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়া।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৮ জুন বাহরাইনের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে ১১ জুন প্রতিপক্ষ তুর্কমেনিস্তান এবং শেষ ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে ১৪ জুন। 

বাংলাদেশ স্কোয়াড
আনিসুর রহমান জিকো, মোহাম্মদ নাঈম, আশরাফুল ইসলাম রানা, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইসা ফয়সাল, সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, মেরাজ হোসেন অপি, জামাল ভূঁইয়া, পাপন সিং, জাফর ইকবাল, ফয়সাল আহমেদ ফাহিম, সাজ্জাদ হোসেন ও মাহবুবুর রহমান সুফিল।

সোনালীনিউজ/এআর