বন্যার্তদের জন্য পুরো মাসের বেতন দিলেন মুশফিক

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৬, ২০২২, ০৬:২৬ পিএম

ঢাকা: হজে যাওয়ার লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে না যাওয়া মুশফিকুর রহিম এর আগে সিলেটের বন্যা দুর্গতদের জন্য নিজের ফেসবুকে সবার কাছে দোয়া কামনা করেন।

ওই সময় তিনি জানান, ‘সিলেট এবং দেশের অন্যান্য জায়গায় যারা বন্যা দুর্গতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সবার জন্য দোয়া করছি। আল্লাহ আমাদের ক্ষমা করে দিক এবং আমাদের এমন দুরবস্থা থেকে রক্ষা করুক। আমরা সবাই নিজের জন্য ক্ষমা চাই এবং নিকটজনের জন্য দোয়া কামনা করি সৃষ্টিকর্তার কাছে’।

বন্যার্তদের জন্য সরকারের পাশাপাশি নানান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তায় কাজ করে যাচ্ছে।

এবার সেই সহায়তা কার্যক্রমে যুক্ত হলেন মুশফিকুর রহিম। তিনি স্থানীয় একটি স্বেচ্ছাসেবী দলের কাছে তার এক মাসের বেতন তুলে দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সিলেট ও সুনামগঞ্জ এলাকায় ত্রাণ কার্যক্রমে যুক্ত থাকা একজন স্বেচ্ছাসেবী এ বিষয়ে বলেন, ‘মুশফিক ভাইর কাছ থেকে আমরা ৬ লাখ টাকা পেয়েছি। দেড় হাজার পরিবারকে আমরা এই টাকা দিয়ে সহায়তা করবো। তাদের রান্না করা খাবার সরবরাহ করবো।’

সোনালীনিউজ/এআর