গায়ানার ম্যাচও বাতিল হওয়ার শঙ্কা  

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ০৪:০৫ পিএম

ঢাকা: বৃহস্পতিবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। সেটি করতে হলে মাহমুদউল্লাহর সামনে জয় ছাড়া কোনো বিকল্প নেই।

এদিকে ডোমিনিকায় প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার পর গায়ানার ম্যাচও বাতিল হতে পারে। আবহাওয়া বার্তায় সারাদিনই বজ্রসহ বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। 

তবে মাহমুদউল্লাহ জানিয়েছেন, ‘বৃষ্টির বিষয়টা আমাদের হাতে নেই। আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমত নেওয়ার চেষ্টা করব। আমরা ইতিবাচকভাবে চিন্তা করব যে ম্যাচটা পুরোপুরি হবে। না হলে আমাদের সেটা মানসিকভাবে মানিয়ে নিতে হবে। প্রস্তুত থাকতে হবে। হয়তো ওভার কমতে পারে। আমরা ইতিবাচক থাকব আমরা পুরো ম্যাচ খেলব ইনশাল্লাহ।’- বললেন মাহমুদউল্লাহ।

টি-টোয়েন্টি সিরিজেও ব্যাটসম্যানদের ব্যর্থতা বিরাজমান। প্রথম ম্যাচে ১৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ এসেছিল। সেখানেও ছিল আসা যাওয়ার মিছিল। 

আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর পালা। মাহমুদউল্লাহ বলেছেন দায়িত্ব নিয়ে খেলতে হতে হবে ব্যাটসম্যানদের। আর বোলারদের ওপর তার আস্থা আছে।

ম্যাচের আগের দিন সাংবাদিকদের মাহমুদউল্লাহ বলেন, ‘টি-টোয়েন্টি খেলাটাই এরকম। অনেক সময় ওপেনাররা ভালো শুরুর পরও মিডল অর্ডার সেটা টেনে নিয়ে নাও যেতে পারে। তারপরও কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। আগের ম্যাচে সাকিব যেরকম একটা ইনিংস খেলল আমরা ১৬০ এর কাছাকাছি চলে গিয়েছিলাম। এরকম একজনকে করতে হবে। সঙ্গে কয়েকজনকে ১৫-২০-৩০ রানের ক্যামিও ইনিংস খেলতে হবে।’

এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন হতে পারে। একাদশে ফিরতে পারেন মুনিম শাহরিয়ার। তিনি ব্যাক ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি। এ ছাড়া এক পেসার কম নিয়ে নামতে পারে বাংলাদেশ। একাদশে ফিরতে পারেন নাসুম আহমেদ। গায়ানার পিচ কিছুটা স্লো। সেই হিসেবে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টে স্পিনে শক্তি বাড়ানোর দিকেই নজর দেবে। বাদ পড়তে পারেন মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদ। 

সোনালীনিউজ/এআর