একদিনে ক্রিকেটে বাংলাদেশের ৩ ম্যাচ, দেখুন সম্ভাব্য একাদশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০১:৪৭ পিএম
ফাইল ছবি

ঢাকা : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিজেদের আরোও প্রস্তুত করতে বাংলাদেশ দল এখন রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় অধিনায়কের দায়িত্ব সামলাবেন নুরুল হাসান সোহান। 

রোববার (২৫ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে মাঠে নামার আগে সোহান জানালেন, সংযুক্ত আরব আমিরাতকে ছোট করে দেখছেন না, যেহেতু তারা আন্তর্জাতিক ম্যাচ খেলে, তাই তারা অবশ্যই ক্যাপাবল।

এদিকে আজ রোববার যেন বাংলাদেশ ক্রিকেটেরই দিন। কেননা আজ রাতে প্রায় একই সময়ে মাঠে নামবে বাংলাদেশের তিন দল। রাতে প্রথমে দুবাইতে মাঠে নামবে বাংলাদেশ পুরুষ জাতীয় দল, একই সময়ে ভারতের মাটিতে খেলবে বাংলাদেশের লিজেন্ডসরা। এরপর আবুধাবিতে নারী দল খেলবে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল ম্যাচ। সবমিলিয়ে বলায় যায় আজ বাংলাদেশ ক্রিকেটের সুপার সানডে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে মিরাজ-সাব্বিররা খেলতে গিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ রোববার রাত ৮টায় আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। একই সময়ে লিজেন্ডস কাপে দেরাদুনে ভারতের বিপক্ষে লড়বে টাইগার লিজেন্ডসরা।

এরপরই রাত ৯ টায় দুবাইতে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ নারী দল। এর আগে থাইল্যান্ডকে হারিয়ে ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের ম্যাচে জায়গা করে নেয় সালামা-জ্যোতিরা।

বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ টেলিভিশনের পর্দায় দেখতে পারবেন বাংলাদেশের ভক্তরা। প্রথমটি আজ রোববার রাত ৮ টায় শুরু। খেলাটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি। 

এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন (সহ-অধিনায়ক), ইয়াসির আলি রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ/রিশাদ হোসেন।

সোনালীনিউজ/এমএএইচ