পাওয়ার প্লেতে রিজওয়ানকে হারাল পাকিস্তান

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২, ০২:৩৫ পিএম

ঢাকা: বিশ্বকাপের শিরোপা জিততে টস হেরে ব্যাট করছে পাকিস্তান। মার্ক উড নেই, স্যাম কারেনের হাতে তাই বাড়তি দায়িত্ব।

প্রথম ব্রেকথ্রু এনে দিলেন তিনিই। অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে ডেকে এনেছেন রিজওয়ান। টুর্নামেন্টে এ নিয়ে তৃতীয়বার ইনসাইড-এজে বোল্ড হলেন পাকিস্তান ব্যাটসম্যান। ২৯ রানে প্রথম উইকেট হারাল পাকিস্তান।

স্টোকসের ৮ রানের ওভারের পর ওকস দিয়েছিলেন ৪ রান, তৃতীয় ওভারে এসে স্যাম কারেনও দিয়েছেন ৪ রানই। চতুর্থ ওভারের প্রথম বলে ওকসকে ছক্কা মেরেছেন রিজওয়ান। একটু ফুললেংথের বলে হাঁটু গেড়ে ঘুরিয়ে স্কয়ার লেগের ওপর দিয়ে ইনিংসের প্রথম বাউন্ডারিটি মেরেছেন রিজওয়ান। শেষ বলে তুলে মেরেছেন বাবর। টাইমিং না হলেও নিয়েছেন ৩ রান। 

ইনিংসে এখন পর্যন্ত সবচেয়ে খরুচে ওভার, ১২ রানের। পাকিস্তানের স্কোর ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৯ রান। ক্রিজে আছেন বাবর আর হ্যারিস। 

সোনালীনিউজ/এআর