ঢাকা: রশিদ বোলিং শেষ করেছেন। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। সেমিফাইনালের পর ফাইনালেও দুর্দান্ত ইংল্যান্ডের লেগ স্পিনার। অফ স্টাম্পের বাইরে গুডলেংথ থেকে লাফিয়ে ওঠা বল। ইফতিখার আহমেদ খোঁচা দিলেন তাতেই। বেন স্টোকস ফিরতি স্পেলে এসেই সফল। ৬ বল খেলে কোনো রান না করেই ফিরে গেলেন ইফতিখার, চতুর্থ উইকেট হারিয়ে এমসিজিতে চাপে পড়ে যায় পাকিস্তান!
এর আগে আদিল রশিদের গুগলিতে ভড়কে গেছেন বাবর আজম। শেষ মুহূর্তে ব্যাট চালিয়েছিলেন, লিডিং-এজে ক্যাচ গেছে রশিদের কাছেই। ডানদিকে ডাইভ দিয়ে সেটি নিয়েছেন রশিদ। প্রথম ওভারের প্রথম বলে উইকেট নিয়েছিলেন, তৃতীয় ওভারের প্রথম বলেও নিলেন। পাকিস্তান অধিনায়ক ফিরেছেন ২৮ বলে ৩২ রান করে। ৮৪ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।
এর আগে মারমুখী ইনিংসের ইঙ্গিত দিয়ে বিদায় নেন হ্যারিস।ভারতের বিপক্ষে সূর্যকুমার যাদবকে ফিরিয়েছিলেন আদিল রশিদ। আর এবার হারিসকে প্রথম ওভারেই ফেরালেন এ লেগ স্পিনার। ওকসকে মারা ওই চারের পর স্টোকসকে তুলে মেরেছিলেন হারিস, এসেছিল ৩ রান। রশিদের প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে তুলে মেরেছিলেন, লং অনে বেন স্টোকসের হাতে ধরা পড়ে ফিরেছেন ১২ বলে ৮ রান করে।
ইংল্যান্ড স্কোয়াডে মার্ক উড নেই, স্যাম কারেনের হাতে তাই বাড়তি দায়িত্ব। প্রথম ব্রেকথ্রু এনে দিলেন তিনিই। অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে ডেকে এনেছেন রিজওয়ান। টুর্নামেন্টে এ নিয়ে তৃতীয়বার ইনসাইড-এজে বোল্ড হলেন পাকিস্তান ব্যাটসম্যান। ২৯ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।
পাকিস্তানের স্কোর ১৬.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২।
সোনালীনিউজ/এআর