প্রথমার্ধে গোলের দেখা পেল না কোনো দল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০৯:৪৭ পিএম

ঢাকা: স্পেন-মরক্কোর শেষ আটে উঠার লড়াই চলছে। একের পর এক আক্রমণ চললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। শক্তিশালী স্পেনের সঙ্গে ভালোই টেক্কা দিয়েছে আফ্রিকার দেশ মরক্কো। 

৪২ মিনিটে দারুণ এক সুযোগ তৈরি করেছিল মরক্কো। এ সময় বামদিক থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল পেয়ে যান নায়েফ আগুয়ের্ড। তিনি হেড নেন। বারের ডানকোণার সামান্য উপর দিয়ে বল বাইরে চলে যায়।  

ম্যাচের ৩৩ মিনিটে মরক্কোর মাজরাউই বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন। তার নেওয়া শট সরাসরি স্পেনের গোলরক্ষক ইউনাই সিমনের কাছে যায়। তিনি সেটা রুখে দেন। 

ম্যাচের ২৫ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ফেরান তোরেস। তার নেওয়া শট মরোক্কোর গোলরক্ষক ইয়াসিন বাউনু ধরতে পারেননি। কিন্তু বল গিয়ে বারে লেগে ফিরে আসে। সেটাতে আবার শট নেন দানি অলমো। এবার চলে যায় ওপর দিয়ে। কিন্তু আগেই অফসাইড হয়েছিলেন তোরেস।

ম্যাচের ১২ মিনিটে ডি বক্সের সামান্য সামনে ফ্রি কিক পায় মরোক্কো। কিক নেন আচরাফ হাকিমি। কিন্তু তার নেওয়া কিক উপর দিয়ে চলে যায়।

সোনালীনিউজ/এআর