আফগানিস্তানের বিপক্ষেই খেলছেন তাসকিন

  • ক্রীড়া প্রতিব্দেক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৬, ১২:১২ পিএম

তাসকিন আহমেদ নিজেও ছিলেন প্রচন্ড আত্মবিশ্বাসী। অস্ট্রেলিয়ায় পরীক্ষা দিতে যাওয়ার আগেও আশার কথা শুনিয়ে গিয়েছিলেন বাংলাদেশি পেসার। তার মতো বাংলাদেশের নির্বাচকরাও আশাবাদী ছিলেন বোলিং অ্যাকশন পরীক্ষার ইতিবাচক ফলের ব্যাপারে। আত্মবিশ্বাসের পর্যায়টা এত উঁচুতে ছিল যে, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য জায়গাও রেখে দিয়েছিল তার জন্য। বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা হওয়ার পর এখন ওই খালি জায়গা পূরণ করবেন তাসকিন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজেই তাই খেলা হচ্ছে তার।

বিষয়টি আগেই জানিয়ে রেখেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দল ঘোষণা করার কথা ছিল ১৪ জনের, অথচ ঘোষিত স্কোয়াডে ফাঁকা ছিল একটি জায়গা। যেটার ব্যাখ্যা দিতে গিয়ে নান্নু জানিয়েছিলেন, তাসকিনের ফলের অপেক্ষাতেই একজন খেলোয়াড় কম নেওয়া হয়েছে স্কোয়াডে। এই পেসারের পরীক্ষার ফল পাওয়ার পরই তারা নিতে চেয়েছিলেন সিদ্ধান্ত। ফল যেহেতু ইতিবাচক এসেছে, তাই তাসকিনের দলে থাকা নিয়ে কোনও সংশয় থাকার কথা নয় এখন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই তাই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তাসকিন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই