সমস্যা খুঁজে পাচ্ছেন না সৌম্য

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৬, ১০:২৩ এএম

টানা এক বছর ধরে সময়টা ভালো যাচ্ছে না সৌম্য সরকারের। সর্বশেষ গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ব্যাট হেসেছিল। এরপর যে হারিয়ে যান। রান আসছে না তার ব্যাটে। হাত খুলে খেলার আগেই আউট হয়ে যাচ্ছেন। কিন্তু কেন তার এই দশা? এর সঠিক উত্তর নিজেই যেন খুঁজে পাচ্ছেন না এই হার্ডহিটার। গতকাল শুক্রবার বিসিবি একাদশের ম্যাচ ছিল ইংলিশদের বিপক্ষে। কিন্তু ম্যাচটি না হওয়াতে বিসিবি একাদশের ক্রিকেটাররা বিকালে এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করেছেন।

অনুশীলন শেষেই সৌম্য সরকার নিজের ফর্ম নিয়ে এমনি হতাশার কথা জানালেন। তিনি বলেন, ‘সমস্যাগুলো চিহ্নিত করতে পারিনি। সমস্যাটা কোথায় নিজেও জানি না। সব সময়ই চেষ্টা করি এটা থেকে বের হওয়ার জন্য। সবারই ক্ষেত্রে এমন সময় আসে। কে কত দ্রুত বের হতে পারে, সেটাই হচ্ছে বিষয়। ভালো হয়েছে আমার ক্যারিয়ারের শুরুতেই এমনটা হয়েছে।’ তাই তাকে আরেকটু যাছাই করার জন্য প্রস্তুতি ম্যাচের দলে রাখা হয়। 

তবে সৌম্য আশাবাদী ঘুরে দাড়ানোর ব্যাপারে। তিনি বলেন, ‘সব সময়ই নতুন ভাবে শুরু করতে চাই। আগে যেভাবে খেলতাম, তেমনই শুরুর চেষ্টা করি। কিন্তু সফল হচ্ছি না।’
প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটি ভেস্তে যাওয়াতে হতাশা ব্যক্ত করেছেন সৌম্য সরকার, ‘আমরা যারা জাতীয় দলে ছিলাম, তাদের জন্য একটা ম্যাচ খেলার সুযোগ হতো। একটা দিন চলে গেছে, আরও একটা দিন রয়েছে। কালকে ব্যাটিং করার সুযোগ পেলে ভালো হতো।’  

ফর্মহীনতায় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের বাইরে থাকতে হয়েছে সৌম্যকে। বিষয়টি খুব স্বাভাবিকভাবেই দেখেন তিনি। তার মতে, ‘জাতীয় দলে টিকে থাকাটা অনেক চ্যালেঞ্জের। ইমরুল ভাই ভালো করছে। অন্যান্য ওপেনাররাও ভালো করছে। আর আমি নিজের জন্য ফাইট করি, নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ ছুড়ি। ভাবি সর্বশেষ যেটা করেছি সেটার চেয়ে ভালো করতে হবে। নইলে নিজের কাছে নিজে হেরে যাব। এভাবেই আমি নিজেকে প্রস্তুত করি।’

মূলত গত বছর নভেম্বরে পাঁজরের ইনজুরিতেই ফর্মহীন হয়ে পড়েন সৌম্য। এরপর খেলা হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ফিরেছিলেন বিপিএল-এ। সেখানে থেকেই শুরু হয় তার রান খড়া। যা অব্যাহত আছে এখন পর্যন্ত। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, এশিয়া কাপের ব্যর্থতা টেনে নিয়েছিলেন ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

চলতি বছর প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৮৪ রানের একটি ইনিংস খেলেছিলেন। ১৫ ম্যাচে ৩৪৯ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত রেখেছিলেন তিনি। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া  সৌম্য আবারো হতাশ করলেন ভক্তদের। তৃতীয় ম্যাচে তাকে বসে যেতে হয় সাইডবেঞ্চে। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই