ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০২:২৬ পিএম

ঢাকা: কিছুদিন ধরেই জল্পনা চলছিল। রোহিতের অবসরের পর টেস্টে টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হবেন?‌ লড়াইয়ে বুমরা, গিল, পান্থ এমনকি লোকেশ রাহুলও ছিলেন।

যদিও বুমরা ওয়ার্কলোডের জন্য নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি ছিলেন না। আর বাকিদের চেয়ে এগিয়ে থাকলেন গিল।

শনিবার গিলকে অধিনায়ক করে ইংল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজটি শুরু হবে জুন মাসে। সেই গুরুত্বপূর্ণ সফরের দল ঘোষণার সঙ্গে সঙ্গেই আসে আরও এক চমক-রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন এই সিরিজের দলে নেই, কারণ তিনজনই ইতোমধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।  

[249845]

২৫ বছর ২৫৮ দিন বয়সে ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করলেন শুভমান গিল। বয়সের হিসাবে তিনি ভারতের পঞ্চম সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। তার চেয়ে কম বয়সে ভারতের টেস্ট দলের নেতৃত্বে ছিলেন কেবল মনসুর আলি খান পতৌদি (২১ বছর), শচীন টেন্ডুলকার (২৩), কপিল দেব (২৪) ও রবি শাস্ত্রী (২৫ বছর ২২৯ দিন)।

যদিও লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা খুব বেশি নেই গিলের। এখন পর্যন্ত মাত্র পাঁচটি ফার্স্ট ক্লাস ম্যাচে অধিনায়কত্ব করেছেন, যার একটি ছিল রঞ্জি ট্রফিতে। 

তবে আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে দ্বিতীয় মৌসুমেই দলকে প্লে-অফে তুলেছেন তিনি। তরুণ এই ব্যাটারের নেতৃত্বগুণে আস্থা রাখছে বোর্ড ও টিম ম্যানেজমেন্ট।

ঘোষিত দলে গিল ছাড়াও জায়গা পেয়েছেন করুণ নায়ার, শার্দুল ঠাকুর ও সাই সুদর্শন। তবে দলে নেই অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি।

এআর