বছরের সেরা ফুটবলার নির্বাচন নিয়ে এবার কোনো দ্বিধা রাখেনি ফুটবলবিশ্ব। ব্যালন ডি’অর জয়ের পর ফিফার মঞ্চেও সেরার স্বীকৃতি পেলেন পিএসজি তারকা উসমান ডেম্বেলে। ‘ফিফা দ্য বেস্ট ২০২৫’ পুরস্কার জিতে ভিনিসিয়ুস জুনিয়রের উত্তরসূরি হিসেবে ইতিহাস গড়েছেন এই ফরাসি উইঙ্গার। একইসঙ্গে ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জেতা প্রথম ফরাসি খেলোয়াড়ও তিনি।
ফিফা জানিয়েছে, ২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে এবারের পুরস্কার নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে পিএসজি প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ চারটি বড় শিরোপা জেতে। ক্লাবটির এই সাফল্যের অন্যতম কারিগর হিসেবে বর্ষসেরা পুরুষ কোচের স্বীকৃতি পেয়েছেন লুইস এনরিকে।
গোলপোস্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বর্ষসেরা পুরুষ গোলকিপারের পুরস্কার উঠেছে ইতালির জিয়ানলুইজি দোনারুমার হাতে। এছাড়া ফিফা ঘোষিত বর্ষসেরা একাদশেও পিএসজি ফুটবলারদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো, যা তাদের মৌসুমজুড়ে দাপটেরই প্রতিফলন।
নারী ফুটবলেও আধিপত্য বজায় রেখেছেন স্পেনের আইতানা বোনমাতি, যিনি বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন।
ফিফা দ্য বেস্ট ২০২৫: পুরস্কারপ্রাপ্তদের তালিকা
ফিফা দ্য বেস্টের এবারের আসরটি মূলত পিএসজির সাফল্য ও ডেম্বেলের ব্যক্তিগত উত্থানের গল্পই তুলে ধরেছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।