পগবার জোড়া গোলে ম্যান ইউর জয়

  • ক্রীড়া ডেস্ক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৬, ১২:৩২ পিএম

২০১৪ সালের নভেম্বরের পর কোনো ম্যাচে জোড়া গোল করলেন পগবা। তার নৈপুণ্যে নিজেদের মাঠে গত বৃহস্পতিবার ফেনেরবাচেকে ৪-১ ব্যবধানে হারায় ইউনাইটেড। গত সোমবার লিভারপুলের সঙ্গে ইউনাইটেড গোলশূন্য ড্র করার পর সমালোচিত হয়েছিলেন পগবা। 

ফেনেরবাচের বিপক্ষে ম্যাচ শেষে মরিনিয়ো বলেন, দুই দিন আগে সে ছিল প্রিমিয়ার লিগের সবচেয়ে বাজে খেলোয়াড় আর ৪৮ ঘণ্টা পর সে অসাধারণ। শুনুন, তার সময় লাগবে। ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে ইতালির ক্লাব ইউভেন্তুস থেকে এ মৌসুমেই পগবাকে দলে নেয় ইউনাইটেড।  

ইতালিতে খেলে আসা পগবাকে ইংল্যান্ডের ফুটবলে মানিয়ে নেওয়ার সময় দিতে চান মরিনিয়ো। ইতালিতে চার, পাঁচ বছর খেলে প্রিমিয়ার লিগে ফেরাটা সহজ নয়। সে আঙুলের তুড়িতে মানিয়ে নেবে বলে আশা করছিলাম না আমি। এমনকি শীর্ষ খেলোয়াড়দেরও সময় লাগে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই