ঢাকা: দুই বলে দুই রান আউট শেষ ওভারে। তারপরও এল ১৪ রান। বাংলাদেশ থামল ১৭৭ রানে। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে এ স্কোর গড়েছে বাংলাদেশ।
দলের হয়ে ৫০ বলে এক চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৬ রান করে ফেরেন লিটন দাস। ইনিংসের শেষ দিকে মাঠে নেমে মাত্র ২৭ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৪৮ রান করে রান আউট হয়ে ফেরেন শামীম পাটোয়ারী।
[252615]
রোববার ডাম্বুলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২ ওভারে ৭ রানে ২ ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে ৫৫ বলে ৬৯ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস।
এরপর মাত্র ২ রানের ব্যবধানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ২৫ বলে ৩১ রান করে ফেরেন তাওহিদ হৃদয়।
এআর