২৫ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৮:৩৭ পিএম

ঢাকা: হোয়াইটওয়াশ মিশনে বাংলাদেশের জয়ের লক্ষ্য ১৭৯ রান। রান তাড়ায় শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। পঞ্চম ওভারেই ২৫ রানের মধ্যে স্বাগতিক দল হারিয়ে বসেছে ৫ উইকেট।

প্রথম ওভারের দ্বিতীয় বলেই সালমান মির্জাকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়েছিলেন তানজিদ তামিম। বল হালকা করে ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষকের কাছে। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে জেতে পাকিস্তান। শূন্য রানেই ফেরেন তামিম।

[253369]

এরপর লিটন দাস বরাবরের মতো ক্লাসিক্যাল শট খেলে শুরু করার পর হতাশ করেছেন। ৮ বলে ৮ করে ফাহিম আশরাফের বলে পরিষ্কার বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক।  

এর আগে ওপেনার শাহিবজাদা ফারহানের ঝোড়ো হাফসেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে পাকিস্তান।

এআর