গোল করতে না পারলেও মেসি জাদুতেই জিতল মায়ামি

  • ক্রীড়া ডেস্ক: | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১০:১৭ এএম

ঢাকা : ইন্টার মায়ামি লিগস কাপের এক নাটকীয় ম্যাচে আটলাসকে ২-১ গোলে পরাজিত করেছে। যেখানে রদ্রিগো ডি পল ক্লাবের হয়ে অভিষেক করেন।

প্রথমার্ধে অধিকাংশ সময় বলের দখল রাখলেও, সবচেয়ে বিপজ্জনক সুযোগগুলো পেয়েছিল আটলাস। এডুয়ার্ডো আগুইরে দুইবারই কাছ থেকে হেড করার সুযোগ পান, কিন্তু একবার লক্ষ্যভ্রষ্ট এবং আরেকবার গোলরক্ষক রকো রিওস নভো দুর্দান্ত সেভ করে স্কোরলাইন শূন্য রেখেছিলেন।

প্রথমার্ধের ঠিক আগ মুহূর্তে লুইস সুয়ারেজ তার সাত ম্যাচের গোল খরা কাটাতে পারতেন, কিন্তু তার হাফ-ভলি শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। বিরতির পরও মায়ামি ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যায়, তবে কামিলো ভার্গাস সুয়ারেজ ও লিওনেল মেসিকে দ্বিতীয়ার্ধের শুরুতেও কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি।

অবশেষে প্রায় এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর মায়ামি গোলের দেখা পায়। সের্জিও বুস্কেটস এক দারুণ থ্রু বল বাড়ান মেসির জন্য, যিনি ভার্গাসের আগে বলটি নিয়ন্ত্রণে নেন। মেসি বলটি কাটব্যাক করে দেন তেলাসকো সেগোভিয়ার জন্য, যিনি খালি জালে বলটি জড়িয়ে দেন মায়ামির পক্ষে প্রথম গোল করতে।

আটলাস তখন সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে আক্রমণ শুরু করে। ৮০তম মিনিটে সের্জিও হার্নান্দেজ রদ্রিগো ডি পল ও মার্সেলো ওয়েইগান্দটের নজর এড়িয়ে এক বিপজ্জনক ক্রস দেন। কিছু রিবাউন্ডের পর বলটি চলে আসে রিভালদো লোজানোর পায়ে, যিনি একটি জোরালো শট নেন যা পোস্টে লেগে গোললাইনের ভেতর চলে যায়, এবং স্কোরলাইন ১-১ হয়।

স্টপেজ টাইমের একেবারে শেষ মুহূর্তে সুয়ারেজ ও মেসি মিলে এক দৃষ্টিনন্দন মুভ তৈরি করেন, যেখানে মেসি একটি নিখুঁত পাস বাড়ান ওয়েইগান্দটের জন্য, যিনি বলটি জালে পাঠিয়ে দেন। প্রথমে গোলটি অফসাইডের কারণে বাতিল করা হলেও, ভিএআর চেকের পর তা বৈধ ঘোষণা করা হয় এবং এটিই ম্যাচের শেষ ঘটনা ছিল।

এই ম্যাচে সেরা পারফরম্যান্স না দেখালেও, জয়টাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য কোনো ফলাফল হলে হাভিয়ের মাশ্চেরানোর দলের লিগস কাপ জয়ের স্বপ্ন বড় ধাক্কা খেত। এখন মায়ামি তাদের পরবর্তী ম্যাচে নেকাক্সার বিপক্ষে এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবে।

পিএস