তাসকিন আহমেদের অন্যরকম সেঞ্চুরি

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৯:১০ পিএম

বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের অন্যরকম কীর্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮২তম ম্যাচে ১০০তম উইকেট শিকার করে দেশের গতিময় এই পেসার নতুন মাইলফলক স্পর্শ করলেন।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানকে আউট করে ইনিংসের প্রথম ওভারেই দলের জন্য সাফল্যের সূচনা করেন তাসকিন।

এই ম্যাচটি বাংলাদেশ-পাকিস্তান দুই দলের জন্য অঘোষিত সেমিফাইনাল হিসেবে পরিচিত। জয় পেলে বাংলাদেশ চতুর্থবারের মতো এশিয়া কাপে ফাইনালে ওঠার সুযোগ পাবে, হারলে বিদায় নিতে হবে।

তাসকিন ২০১৪ সালের ১লা এপ্রিল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন। ওয়ানডে ক্রিকেটে ৮১ ম্যাচে ১১৮টি উইকেট ও ১৭টি টেস্ট ম্যাচে ৪৯ উইকেট শিকার করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে আজকের ম্যাচে ১৮০ ম্যাচে ২৬৬ উইকেটের কীর্তি গড়েছেন তিনি।

এসএইচ