ব্রাজিলকে হারিয়ে জাপানের স্মরণীয় জয়

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৬:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

দিন দুয়েক আগে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৫ গোলে জয়ী হয়ে ছেলেখেলা করেছিল ব্রাজিল। তবে জাপানের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ছন্দ ধরে রাখতে পারেনি কার্লো আনচেলত্তির দল।

টোকিওতে মঙ্গলবার অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জাপান অসাধারণ প্রত্যাবর্তন করে ৩-২ গোলে ব্রাজিলকে হারিয়েছে। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এশিয়ার দেশের এই প্রথম জয়।

ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত জাপান ২-০ গোলে পিছিয়ে ছিল। তবে পরবর্তী ১৯ মিনিটে তিনবার ব্রাজিলের জালে বল পাঠিয়ে ম্যাচের গতিপ্রকৃতি পাল্টে দেয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি ভিনিসিয়ুসরা।

জাপানের এই জয় বিশ্ব ফুটবল ক্যালেন্ডারে নতুন ইতিহাসের সাক্ষী হয়ে রইল।

এসএইচ