মিঠুন-ডসনে রংপুরের ১৭৫

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৬, ০৮:২১ পিএম

ঢাকা: চট্টগ্রামে নিজেদের চতুর্থ ম্যাচে বরিশাল বুলসের সামনে ১৭৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রংপুর রাইডার্স। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে রংপুর স্কোরবোর্ডে তোলে ১৭৫ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ রান তুলতেই ২ উইকেট চলে গেছে বরিশাল বুলসের। আউট হয়েছেন দিলশান মুনাবিরা শুণ্য ও শাহরিয়ার নাফীস ১২ রানে।

এদিন শুরুটা ভালো করেও বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্য (১৪)। আফগান তারকা মোহাম্মদ শাহজাদও (১৪) ঝড় তোলার আগেই ফিরে গেছেন। আগের ম্যাচগুলোতে নিজেকে মেলে ধরতে না পারা মোহাম্মদ মিঠুন এদিন জ্বলে উঠলেন। তার সঙ্গে যোগ দিলেন লিয়াম ডসন।

৪৪ বলে ছয় চার, দুই ছক্কায় মিঠুন ৬২ আর ডসন ৩৬ বলে তিন চার, এক ছক্কায় খেলেন ৪৬ রানের ইনিংস। পাওয়ার শটস খেলেছেন শহীদ আফ্রিদি। ১০ বলে দুই ছক্কা আর এক চারের সাহায্যে করেছেন ২২ রান। তাইজুল ২৭ ও থিসেরা পেরেরা ৩১ রান দিয়ে পেয়েছেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
রংপুর রাইডার্স: ১৭৫/৬ (২০ ওভার) (মিঠুন ৬২, ডসন ৪৬, আফ্রিদি ২২, সৌম্য ১৪, শাহজাদ ১৪। তাইজুল ২/২৭, পেরেরা ২/৩১, এমরিত ১/৩১।)

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম