দেশে ফিরে গেলেন আফ্রিদি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৬, ০৮:৫১ পিএম

ঢাকা : রংপুর রাইডার্সের সাফল্যের নেপথ্যে রয়েছেন শহীদ আফ্রিদির নামও। এখনো তার কাছে ধুমধাড়াক্কা কোন ইনিংস দেখা না গেলেও বল হাতে দারুন সফল ছিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক। কিন্তু বিপিএলের মাঝপথে আফ্রিদিকে দেশে ফিরতে হলো।

তবে রংপুরের সমর্থকদের চিন্তার কোন কারণ নেই, আবার তিনি বিপিএল খেলতে ফিরবেন মঙ্গলবার (২৯ নভেম্বর)।

আফ্রিদি কেন ফিরে গেলেন দেশে? এই কৌতুহল হওয়া স্বাভাবিক। আফ্রিদি পাকিস্তানে ফিরে গেছেন নিজের নামে একটি স্টেডিয়ামের উদ্বোধন করতে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) খাইবার প্রদেশে ‘শহীদ আফ্রিদি ক্রিকেট স্টেডিয়াম’ নামে স্টেডিয়ামটির উদ্বোধন করেন পাকিস্তানের সেনা প্রধান রাহেল শরিফ। মুলত তার আমন্ত্রণ পেয়েই পাকিস্তানে ফিরে যান আফ্রিদি।

রংপুরের হয়ে এখনো পর্যন্ত ১১টি উইকেট পকেটে পুরেছেন আফ্রিদি। ব্যাট হাতে সাকুল্যে রান করতে পেরেছেন ৫৪। সর্বোচ্চ ২৬। এখন দেখার বিষয় আফ্রিদিকে ছাড়া বিপিএলের শেষ পর্বের শুরুটা কেমন করে রংপুর। শুক্রবার প্রথম ম্যাচেই রংপুর মুখোমুখি হবে রাজশাহী কিংসের।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম