আবার ব্যাট হাতে নামবেন লারা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৬, ০৯:৫৮ পিএম

ঢাকা : আবার ব্যাট হাতে ২২ গজে দেখা যাবে ক্যারিবিয়ান প্রিন্স ব্রায়ান লারাকে। অস্ট্রেলিয়ার ফেস্টিভ্যাল অব ক্রিকেটে একটি প্রদর্শনী টি২০ ম্যাচ খেলতে দেখা যাবে তাকে। লারা ছাড়াও অস্ট্রেলিয়ার একাধিক সাবেক ক্রিকেটার এই ম্যাচে খেলবেন।

সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের সঙ্গে খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার দুবারের বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যান্ড্রু সাইমন্ডসদের। একসঙ্গে খেলার কথা আছে দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্শেল গিবসেরও। আগামী ১৩ ডিসেম্বর হবে ম্যাচটি।

শুক্রবার (২ ডিসেম্বর) এরকমই খবর দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। লারার লিজেন্ড একাদশের প্রতিপক্ষ বিগ ব্যাশের দল পার্থ স্কোরার্চ।

টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৪০০ রানের রেকর্ডটি এখনো অক্ষুন্ন রয়েছে লারার। প্রথম শ্রেণির ক্রিকেটে তার অপরাজিত ৫০১ রানের ইনিংসটিও একটি বিশ্বরেকর্ড। ১৩১ টেস্টে লারার ব্যাট থেকে এসেছে ১১,৯৫৩ রান। সেঞ্চুরি রয়েছে ৩৪টি। টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে লারার চেয়ে আর বেশি রান নেই কারও। ২৯৯ ওয়ানডেতে লারা রান করেছেন ১০,৪০৫। সেঞ্চুরি করেছেন ১৯টি। গড় ৪০.৪৮।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম