পেছালো জাতীয় ফুটবল দলের ক্যাম্প

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৭, ০৮:৪১ পিএম

ঢাকা: বাফুফে প্রণীত নতুন ক্যালেন্ডারে নির্ধারিত ১০ জানুয়ারি নয়, আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ফলে পিছিয়ে গেল জাতীয় ফুটবল দলের ক্যাম্প। ক্যাম্প চলার কথা ছিলো আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু জাতীয় দলের কোচের দায়িত্ব কাকে দেয়া হবে বা ক্যাম্প কোথায় চলবে এবং কারা ঠাঁই পাবে দলে, সেগুলোর কিছুই এখনও ঠিক করতে পারেনি বাফুফে! ১০ জানুয়ারি যে ক্যাম্প শুরু হবার কথা ছিলো, সেই ক্যাম্প নিয়ে ন্যাশনাল টিমস কমিটি বৈঠকইে বসবে আগামী ১৪ জানুয়ারি!

জানা গেছে, কমিটির চেয়ারম্যান দেশের বাইরে থাকাতেই মূলত পিছিয়ে গেছে জাতীয় দলের ক্যাম্প। মার্চেই বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের চিন্তাভাবনা বাফুফের। এখন জাতীয় দলের ক্যাম্প ১০ দিন পিছিয়ে যাওয়ায় নিশ্চই এর প্রভাব বঙ্গবন্ধু গোল্ডকাপেও পড়বে। এই আসরটি ঠিক সময়ে আয়োজন করতে পারলে প্রস্তুতির ঘাটতির জন্য যদি জাতীয় দল বাজে ফল করে তাহলে এর দায়ভার অবধারিতভাবে বাফুফের ওপরই বর্তাবে। তবে জাতীয় ফুটবল দলের জন্য একটা সুখখবর আছে। বঙ্গবন্ধু গোল্ডকাপের আগে ভুটান অথবা মালদ্বীপের সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই